Booting কি ? Booting কয় ও কি কি | Booting ki | What is Booting in Bengali

  

 Booting কি ? Booting কয় ও কি কি ?


Booting কি ? Booting কয় ও কি কি ?


Booting :


Computer এর Power Switch ON হওয়ার পরে System Programme গুলি ROM বা ডিস্ক থেকে RAM এ স্থানান্তরিত হয়ে Computer  কে ঠিকভাবে  চালু করার প্রক্রিয়া কে বুটিং বলে।  


 Booting কয় ও কি কি ?


Booting দুই প্রকার -


 ১) শীতল বুটিং ( Cold Booting )


২) উষ্ণ বুটিং ( Hot  Booting )



১) শীতল বুটিং বা Cold Booting কাকে বলে 


কম্পউটারের পাওয়ার Switch ON করে প্রথমবার চালু হওয়ার সময় যে বুটিং হয় তাকে শীতল বুটিং বা Cold Booting .


২) উষ্ণ বুটিং বা  Hot  Booting  কাকে বলে 


কম্পিউটার কাজ করতে করতে  আর কাজ করে না অথবা কাজ করতে করতে কম্পিউটার hang হয়ে গেলে Power Switch off না করে Restart বা Reset switch সুইচ টিপে যে বুটিং করা হয় তাকে Hot Booting  বা উষ্ণ বুটিং বলে। 



Restart 


অনেক কম্পিউটারের cpu তে Restart Button থাকে।  আর যদি না থাকে তাহলে কী-বোর্ড Ctrl + Alt + Del switch একসঙ্গে টিপে কম্পিউটার রিস্টার্ট করা হয়।



১) শীতল বুটিং বা Cold Booting কাকে বলে 


কম্পউটারের পাওয়ার Switch ON করে প্রথমবার চালু হওয়ার সময় যে বুটিং হয় তাকে শীতল বুটিং বা Cold Booting .


২) উষ্ণ বুটিং বা  Hot  Booting  কাকে বলে 


কম্পিউটার কাজ করতে করতে  আর কাজ করে না অথবা কাজ করতে করতে কম্পিউটার hang হয়ে গেলে Power Switch off না করে Restart বা Reset switch সুইচ টিপে যে বুটিং করা হয় তাকে Hot Booting  বা উষ্ণ বুটিং বলে। 


Booting কি ?


বুটিং হল কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস চালু করার প্রক্রিয়া।

এটি অপারেটিং সিস্টেম লোড করা এবং বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টগুলি শুরু করে সিস্টেমটি ব্যবহারের জন্য প্রস্তুত করে।

কম্পিউটার বা ডিভাইস চালু করলে বুটিং প্রক্রিয়া শুরু হয় এবং সিস্টেমটি সংযোগকৃত হার্ডওয়্যার চেক করে, ডায়াগনোস্টিক চালায় এবং অপারেটিং সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় ফাইলগুলি লোড করে। বুটিং প্রক্রিয়া শেষ হলে, আপনি বিভিন্ন কাজ করতে কম্পিউটার বা ডিভাইসটি ব্যবহার করতে শুরু করতে পারেন।




বুটিং এর  কাজ


বুটিং হল কম্পিউটারে সিস্টেম শুরু করার প্রক্রিয়া। যখন আপনি কম্পিউটার চালু করেন তখন কম্পিউটারের প্রথম পর্যায় হল বুটিং।

বুটিং করার পরে, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সকল কম্পোনেন্ট চেক করে প্রস্তুত হয়। তারপরে কম্পিউটার অপারেটিং সিস্টেম লোড করে এবং প্রতিষ্ঠান হয়। পরে সিস্টেম পাসওয়ার্ড চেক করে এবং সিস্টেম সেটিংস লোড করে।

একটি কম্পিউটার বুট করার পর আপনি অ্যাপ্লিকেশন চালু করতে পারেন এবং কম্পিউটারে কাজ করতে শুরু করতে পারেন। এখানে উল্লেখ্য যে বুটিং প্রক্রিয়া বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভিন্ন ভিন্ন হতে পারে।



Video :


Booting :


Computer এর Power Switch ON হওয়ার পরে System Program গুলি ROM বা ডিস্ক থেকে RAM এ স্থানান্তরিত হয়ে Computer  কে ঠিকভাবে  চালু করার প্রক্রিয়া কে বুটিং বলে।  


 Booting কয় ও কি কি ?


Booting দুই প্রকার -


 ১) শীতল বুটিং ( Cold Booting )


২) উষ্ণ বুটিং ( Hot  Booting )



১) শীতল বুটিং বা Cold Booting কাকে বলে 


কম্পউটারের পাওয়ার Switch ON করে প্রথমবার চালু হওয়ার সময় যে বুটিং হয় তাকে শীতল বুটিং বা Cold Booting .


২) উষ্ণ বুটিং বা  Hot  Booting  কাকে বলে 


কম্পিউটার কাজ করতে করতে  আর কাজ করে না অথবা কাজ করতে করতে কম্পিউটার hang হয়ে গেলে Power Switch off না করে Restart বা Reset switch সুইচ টিপে যে বুটিং করা হয় তাকে Hot Booting  বা উষ্ণ বুটিং বলে। 



Restart 


অনেক কম্পিউটারের cpu তে Restart Button থাকে।  আর যদি না থাকে তাহলে কী-বোর্ড Ctrl + Alt + Del switch একসঙ্গে টিপে কম্পিউটার রিস্টার্ট করা হয়।



Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ