ONLINE টাকা রোগজার করার দুটি সহজ এবং দুর্দান্ত মাধ্যম
HELLO বন্ধু রা কেমন আছেন আপনারা। বর্তমান যুগে , রোজগার করা , ব্যবসা করা , বেশি টাকা উপার্জন করা অনেক কঠিন হয়েছে। আর চাকরি পাওয়া তো বুঝতেই পারছেন।
সাধারণ কোনো চাকরির vacancy , যা contractual post সেটা তেওঁ লক্ষ লক্ষ চাকরি পাওয়ার জন্য জীবন মরণ চেষ্টা করছে।
আর যারা সাধারণ মানুষ ব্যবসা সম্বন্ধে কোনো Knowledge না থাকায় তারা ব্যবসা ও শুরু করতে পারছে না। মাথার মধ্যে বিভিন্ন Plain থাকা সত্ত্বেও তারা সাহস পাচ্ছে না , যেহেতু গরিব মানুষের পুঁজি খুব কম এবং চিন্তা অনেক।
আজ আমি আপনাদের জন্য Online থেকে কি ভাবে টাকা রোগজার করবেন তার জন্য ২ টি খুব সহজ মাধ্যম জানাবো।
সহজ মাধ্যম বললাম তার কারণ এই মাধ্যম যখন আপনি জানতে পারবেন , শিখতে পারবেন , টেকনিক বুজতে পারবেন তখন আপনিও এই মাধ্যম কে সহজ বলবেন।
আর একটা সুবিধা যেহেতু আজ কাল আমরা জিও নেট মোবাইল চালাচ্ছে যেই জন্য নেট এর কোনো বাড়তি টাকাও লাগবে না আর মোটা টাকা investment করতেও হবে না.
অর্থাৎ মোবাইল এর নেট যা recharge খরচ হয় সে তা তাই হয়ে যাবে। তার যখন আপনি বেশি টাকা রোজগার করবেন তখন investment .
আর এই ২ মাধ্যম যেটা তে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না
শুরু করার আগে আরেক টা impotant কথা মনে রাখবেন এই মাধ্যম ২ টি কিন্তু রোজগার করতে সময় লাগবে। অর্থাৎ আজ শুরু করবেন আর কাল থেই টাকা income হবে এমন ভাববেন না। প্রথম প্রথম অনেক সময় লাগবে , যেমন আপনি সময় দিবেন।
এই কাজ টা আপনি Part -time শুরু করতে পারেন আবার Full time করতে পারেন।
প্রথম এবং খুব সহজ মাধ্যম হচ্ছে Blogging
1 ) Blogging
আজ কাল Blogging করা খুব সহজ এবং অনেক জনপ্রিয় এবং নিজের স্বাধীন কাজ।
আমি আপনাদের কে খুব সহজে Blogging শেখাবো। এই যে আমার লেখা গুলো পড়ছেন সেটাই একটা Blogging . আপনারাও বিভিন্ন ধরণের লেখা লিখে Blog তৈরি করতে পাবেন। আমি যখনশুরু করি তখন খুব বিরক্তি লাগছিল কিন্তু এখন ইটা আনন্দের অংশ হয়েগেছে। শুরু করলেই করতে পারবেন তারপরে দেখবেন আপনার blog monitization হয়ে গেছে তার পরে আস্তে আস্তে আপনার Bank Account এ টাকা ঢুকবে তখন অনেক ভালো লাঘবে।
আরেক তা জিনিস তখন আপনাকে আর বেশি পরিশ্রম করার প্রয়োজন করতেও হবে যেহেতু আপনার ব্লগ পোস্ট গুলাতে ভিউস আসতেই থাকবে।
তাই আপনারা ব্লগ শুরু করতে পারেন
আজ কাল ব্লগ শুরু করা খুব সহজ আপনি Youtube থেকে দেখে দেখে ব্লগ বানাতে পারবেন। শুধু ব্লগ বানাতে নয় ব্লগ এর যাবতীয় খুব সহজে শিখতে পারবেন। আপনার যদি বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি মোবাইল এ Youtube এ দেখুন
Blog যে বানাবেন , blog এর ভিতরে কি লিখবেন এটা ভাবছেন। আপনি আপনার blog এ অনেক কিছু লিতে পারবেন , পড়াশুনা , আপনার Knowledge দিয়ে যা পারবেন লিখতে পারেন। মানুষ যাতে পড়ার জন্য আপনার blog এ আস্তে খুঁজে।
এই ভাবে আপনি ব্লগ তৈরি করুন কিছু দিন লাগবে। তারপরে আপনি একজন বিখ্যাত Blogger হয়ে যাবেন।
আপনি ফ্রি তে গুগল Blogging এ Blog শুরু করতে পারেন
আর ২ নম্বর রোগজার করার পদ্ধতি হচ্ছে Youtube
2 ) Youtube
Youtube হচ্ছে World এর Best Video Sharing Platform . এই youtube হচ্ছে world এর Second Largest Search Engine . প্রথম হচ্ছে Google .
আপনারা জানেন এই youtube আজ জনপ্রিয় একটি apps . এই Apps দ্বারা আমরা আজ সারাদিন ভিডিও দেখছি। আমাদের বিভিন্ন ধরণের প্রব্লেম আজ আমরা ইউটুবে ভিডিওস দেখে solve করছি। নতুন নতুন জিনিস আমরা ঘরে বসে যে কোনো সময়ে শিখতে পারছি। আজ আমরা ইউটুবে এর দ্বারা অনলাইন ক্লাস করতে পারছি। বিভিন্ন ধরণের ট্রেনিং করতে পারছি, বিভিন্ন শিক্ষার বিষয় শিখতে পারছি। আজ আমরা এই ইউটুবে এর দ্বারা TV সিরিয়েল , ক্রিকেট ম্যাচ , সিনেমা , টেকনিকাল এডুকেশন , জেনারেল এডুকেশন , mathematics টিপস , Blogging , Blogging ভিডিও , বিভিন্ন দেশ এর ভিডিও , বিভিন্ন শহরের ভিডিও , বিভিন্ন গ্রামের ভিডিও , বিভিন্ন ট্যালেন্টেড মানুষ কে , নতুন নতুন আবিষ্কার , নতুন নতুন প্রোডাক্ট , নতুন নতুন মোবাইল , টিভি , ইলেকট্রনিক যন্ত্র , নতুন নতুন আবিষ্কার ইত্যাদি পৃথিবীর সব কিছু ভিডিও আকারে দেখতে পারছি।
এই ভাবে আপনিও free তে ইউটুবে চ্যানেল তৈরি করতে পারেন। আপনি নিজের ইচ্ছা মতো ভিডিও রেকর্ডিং করে আপলোড করতে পারবেন , টেক ভিডিও , ব্লগ ভিডিও , ডান্স এর ভিডিও , সিংগিং এর ভিডিও , সেলাই এর ভিডিও , ইলেকট্রিক সরানো ভিডিও , কম্পিউটার ট্রেনিং এর ভিডিও , Beauty Parlour এর ভিডিও ইত্যাদি ইত্যাদি।
এই ভাবে আপনি শুরু করুন আস্তে আস্তে আপনার ইউটুবে চ্যানেল grow করবে , Monitization হবে তারপরে Bank Account এ টাকা আসবে
1 comments:
Click here for commentsHi