Algorithm কি । Algorithm ( অ্যালগরিদম) এর বৈশিষ্ট । What is Algorithm । What is Algorithm in Bengali

 Algorithm ( অ্যালগরিদম) কি ? Algorithm ( অ্যালগরিদম) এর বৈশিষ্ট । What is Algorithm । What is Algorithm in Bengali



Algorithm হল একগুচ্ছ পর্যায়ক্রমিক নির্দেশের সমষ্টি যেখানে নির্দেশগুলি সীমিত ধাপের পর শেষ এবং কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়। 


Algorithm ( অ্যালগরিদম) এর বৈশিষ্ট 


১) Algorithm এ  প্রত্যেকটি নির্দেশ পরিষ্কার হয় উচিত। 


২) Algorithm  একটি বা একাধিক আউটপুট বা Result দেয়। কমপক্ষে একটি রেজাল্ট দিবেই।  


৩) Algorithm নির্দিষ্ট ধাপের পরে শেষ হয়। 


৪)  একটি Algorithm তখনই কার্যকারিতা ধরা হবে যখন নির্দিষ্ট নিয়ম , নীতি , সীমাবদ্ধতা পালন করবে





Algorithm এর সুবিধা :


১) Algorithm বোঝা খুব সহজ আর algorithm বোঝা গেলে খুব সহজে প্রোগ্রাম বোঝা  যাই। 


২) প্রোগ্রাম করার আগের ধাপ তাই প্রোগ্রাম করার আগেই  প্রোগ্রাম  সম্বন্ধে অনেক তা জ্ঞান হয়ে যায় .


৩) Flow Chart এ রূপান্তর করা যাই। 


৪) সহজে ভুল ধরা যাই। 




 Algorithm এর অসুবিধা  :


১ )  Algorithm লিখতে অনেক সময় লাগে। 


Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ