HTML এর বৈশিষ্ট । Features of HTMl

 

HTML এর বৈশিষ্ট 



১) সহজ ভাবে লেখা : 

C Language  বা C++ Language  এর  কঠিন নয়  বলে Page খুব সহজে Design  করা যাই। 


২) সব ধরণের Operating System এ গ্রহণযোগ্য 

Windows , Linux বা Unix Operating System যুক্ত মেশিনে খুব সুন্দর ভাবে HTML প্রোগ্রাম চলে। 


৩) সহজে Font ব্যবহার :

 Stylish Web Font গুলো খুব সহজে ব্যবহার করা যাই। 


৪) Formating খুব সহজে হয় : 

HTML  এর সহজে খুব সহজে লেখা , ছবি , Font Style , Table , Hyperlink বা অনন্যা Feature গুলো খুব সহজে ব্যবহার করা যায়। 


৫) সহজে প্রিন্ট করা যায় : 

HTML এর পেজ বা ডকুমেন্টস গুলো download না করেও খুব সহজে প্রিন্ট করা  যায়। 


6) বিভিন্ন ধরণের ভাষা ব্যবহার করা যায় :

 HTML এ বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা যায়।   যেমন - বাংলা , হিন্দি , ইংলিশ , তেলেগু , তামিল , নেপালি , ওড়িয়া etc 



Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ