Internet এর গুরুত্ব । Important of Internet । What is Internet

 Internet এর গুরুত্ব ? Internet এর গুরুত্ব । Important of Internet । What is Internet




বর্তমান যুগে আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে , প্রতিটি মুহূর্তে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।  নিচে সেগুলি আলোচনা করা হলো। 


1) শিক্ষা ক্ষেত্রে ( In Education ) :  বর্তমান যুগে ইন্টারনেট এর গুরুত্ব অপরিসীম এবং  যত দিন যাবে এই ইন্টারনেট এর গুরুত্ব বেড়েই যাবে। শিক্ষা ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেট এর গুরুত্ব অনুভব করি যেমন - a) শিক্ষা মূলক বিভিন্ন তথ্য সংগ্রহ করা b) দূরশিক্ষা শিক্ষা বেবস্থা ব্যবস্থা , 

c) Online Video Class , d) অনলাইন Admission e) Online পড়াশুনা বা Online পরীক্ষা দেওয়া 

f) Online Result পাওয়া প্রভৃতি কাজে ছাত্র ছাত্রীদের , শিক্ষক , শিক্ষিকা দের সাহায্য করে Internet .




2) ব্যবসার ক্ষেত্রে : বর্তমান যুগে বিভিন্ন ধরেন ব্যবসা আছে যেখানে ইন্টারনেট এর ব্যবহার অনিবার্য এবং অনেক ধরণের ব্যবসা আছে যেখানে কম বেশি ইন্টারনেট এর উপরে নির্ভর করতে হয়। Ticket Booking , Hotel Booking , e-commerce এর মাধ্যমে দ্রব্য কেনা বেচা , Online Net Banking এর মাধ্যমে টাকা লেনদেন , বিভিন্ন  Website এর মাধ্যমে Advertise প্রচার করা।  




3) সরকারি কাজে :  বর্তমান যুগ কম্পিউটার যুগ তাই প্রায় সব সরকারি office এ কম্পিউটার এর দ্বারা কাজ হয় তার সাথে সাথে ইন্টারনেট অর্থাৎ অনলাইন এ সব official কাজ হয়।  তাই বর্তমান যুগে সরকারি কাজের ক্ষেত্রে ইন্টারনেট এর ব্যবহার  অপরিসীম। 





4) দৈনন্দিন জীবনে : আজ কাল দৈনন্দিন জীবনে ইন্টারনেট এর প্রভাব অনেক বেশি। মোবাইল Recharge , Electric Bill , LIC Premium , Birth Certificate , চাকরির সন্ধান , e-mail পাঠানো , পাত্র পাত্রী সন্ধান , Downloading , Passport  তৈরি ইত্যাদি বিভিন্ন কাজের জন্য





5) বিনোদনে : গান শুনা , গান দেখা , সিনেমা দেখা , ভিডিওগেম খেলা , চ্যাটিং করা , ভিডিও কল করা ইত্যাদি বিভিন্ন কাজ এই ইন্টারনেট মাধ্যমে হচ্ছে।




Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ