বাস টপোলজি কাকে বলে ? বাস টপোলজি সুবিধা ও অসুবিধা



বাস টপোলজি কাকে বলে ? বাস টপোলজি সুবিধা ও অসুবিধা

Bus Topology ( বাস টপোলজি ) । বাস টপোলজি কি 

 

                                                                     Bus Topology

Bus Topology হলো সব চেয়ে সরল এবং সাধারণ নেটওয়ার্ক , যেখানে একটি মূল তার এর সঙ্গে সমস্ত কম্পিউটারগুলি যুক্ত থাকে।  এখানে এই তার এর মধ্য দিয়ে ডেটাগুলি বিভিন্ন কম্পিউটার এ যায়। 



Bus Topology  ( বাস টপোলজি ) সুবিধা :


১) বাস টপোলজি কানেকশন করার জন্য তার অনেক কম লাগে। 


২) বাস টপোলজি রক্ষণাবেক্ষণ অর্থাৎ রাখা , দেখা শুনা খুব সহজ 


৩) সহজেই কম্পিউটার কানেক্ট করা যাই। 


৪) একটি নোড বা কম্পিউটার খারাপ হলে বাকি নোড গুলি তে ডেটা পাঠাতে কোনো অসুবিধা হয় না। 


Bus Topology  ( বাস টপোলজি ) অসুবিধা :


১) একটি নোড ডেটা পাঠাতে শুরু করলে বাকি নোড গুলি তে অপেক্ষা করে থাকতে হয়. 

২) বাস টপোলজি  খারাপ হলে ঠিক করা অনেক কঠিন হয়ে যায়। 


৩) তার বা Trunk ছিঁড়ে গেলে ছেঁড়া অংশরের পরের নোড গুলি অকেজো হয়ে পরে। 



জনপ্রিয় পোস্টসমূহ