ISP ( Internet Service Provider ) কি ? ।
আই আসপি কি ? | ISP কি
Internet পরিষেবা অর্থাৎ Internet Service প্রদানকারী সংস্থাগুলি কে ISP বা Internet Service Provider বলে বা. সারা বিশ্বে ইন্টারনেট এর সঙ্গে ISP -র সার্ভার কম্পিউটার গুলি সব সময় যুক্ত থাকে। ব্যবহারকারীর অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার টি কে ISP -র সঙ্গে Connect করলেই ইন্টারনেট পরিষেবা পেয়ে যাই।
ISP দুই ধরণের থাকে
সরকারি ISP বা Government ISP
বেসরকারি বা Non-Government ISP
সরকারি ISP বা Government ISP :
আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে সরকারি ISP বা Internet Service Provider হলো BSNL (Bharat Sanchar Nigam Limited ) . আমাদের দেশে একটি National ISP , কয়েকটি Regional ISP এবং অনেকগুলো Local ISP থাকে। Local ISP গুলি Regional ISP -র সাথে যুক্ত থাকে আর Regional ISP গুলি National ISP -র সাথে যুক্ত থাকে।
2) বেসরকারি বা Non-Government ISP :
ভারতবর্ষে সরকারি ISP -র সাথে সাথে অনেকগুলি বেসরকারি ISP আছে। সেগুলি হলো Airtel , Reliance , Vodafone , Sify , Tata Indicom , Idea ইত্যাদি।