Bokaro থেকে কলকাতা , তাড়াতাড়ি AIRPLANE পরিষেবা চালু হবে
ঝাড়খন্ড রাজ্যের Bokaro জেলায় খুব তাড়াতাড়ি Airplane পরিষেবা চালু হবে। Bokaro জেলা ঝাড়খণ্ডের একটি উন্নতমানের জেলা যা Bokaro স্টিল সিটি নাম পরিচিত। বড়ো বড়ো কোম্পানি থাকায় এই জেলা থেকে বহু মানুষ অফিস উদ্দেশে , Business উদ্দেশে , বিভিন্ন কাজে প্রতিদিন মানুষ কে কলকাতা যেতে হয়। এর পরে Bokaro বাসি এবং কাছাকাছি অনেক গ্রাম , শহর থেকেও বহু মানুষ এই পরিষেবার ফলে উপকৃত হবে।
Bokaro শহরে কাছাকাছি পশ্চিমবঙ্গের অনেক গ্রাম , শহর এর মানুষ রায় এই পরিষেবার ফলে উপকৃত হবে। যেমন পুন্দাগ , কোটশিলা , ঝালদা , তুলিন , ইছাগ , জারগো , ইলু , Darda , পাটঝালদা ইত্যাদি আরো অনেক গ্রাম শহরের মানুষ উপকৃত হবে
বিভিন্ন news পাওয়া খবর অনুসারে খুব তাড়াতাড়ি বোকার Airport চালু হবে। প্রচুর স্পিড এ কাজ চলছে আশা করা যাই ২০১১ প্রথম দিকে না হলেও শেষ দিকে চালু হয়ে যাবে।
এই Flight পরিষেবা চালু হবে অনেক গ্রামের এবং শহরের মানুষের যে স্বপ্ন সত্যি হবে। বহু মানুষ আছে যারা কোনো দিন Flight এ যাত্রা করে নি এমন কি কোনো দিন flight কাছের থেকে দেখে নি। বহু মানুষ ফ্লাইট এ একবার যাত্রা করার যে স্বপ্ন যেই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে।
বর্তমান যুগে young generation , অনেক পরীক্ষার্তী , অনেক পেসেন্ট প্রতিদিন কলকাতা তে যাই। এই পরিষেবা চালু হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
অনেক পেসেন্ট আছে যারা ঝালদা থেকে , কোটশিলা থেকে , বোকার থেকে কলকাতা যাই। এখন বর্তমানে ( Lock Down বাদে ) ট্রেনে করে যাতায়াত করে। কিন্তু ট্রেনে যাতায়াত অনেক সময় লাগে সেই ক্ষেত্রে পেসেন্ট দেড় প্রচুর সমস্যা সম্মুখীন হতে হয়। এই সব দিক দিয়েও এই পরিষেবা চালু হলে অনেক মানুষ উপকৃত হবেন।
ঝাড়খন্ড সরকার কে অনুরোধ এই পরিষেবা যেন তাড়াতাড়ি শুরু করেন। আরেকটা অনুরোধ এই এলাকার বেশির ভাগ মানুষ গরীব তাই এর ভাড়া (Ticket মূল্য ) যেন সাধের মধ্যে থাকে। বিষের করে প্রথম ১ বছর। তারপরেও যদি কম মূল্যে দেন তাহলে গরিব মানুষের মুখে হাসি ফুটবে।