Memory Ki | Memory বা স্মৃতি কি ? Memory কাজ , Memory শ্রেণীবিভাগ
Memory বা স্মৃতি
Memory বা স্মৃতি হলো কম্পিউটারের একটিগুরুত্বপূর্ণ অংশ। এখানে বিভিন্ন ধরণের ডেটা এবং তথ্য বাইনারি সংখ্যাই জমা করা হয় এবং আনা হয়। চৌম্বক পদার্থ দিয়ে তৈরি এই স্মৃতি কতকগুলি কোশের সমষ্টি।
Memory বা স্মৃতি কাকে বলে
কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ী ডেটা বা তথ্য সঞ্চয় করে রাখে , তাকে Memory বা স্মৃতি বলে।
উদাহরণ :
RAM , HARD DISK , CD , DVD ইত্যাদি
Memory বা স্মৃতি কাজ ( Functions of Memory)
১) ডেটা বা তথ্য জমানো :
মেমোরির প্রধান কাজ হলো প্রোগ্রাম , ডেটা বা তথ্য স্থায়ী বা অস্থায়ী ভাবে জমা করে রাখা।
২) ফলাফল সঞ্চয় করা :
কম্পিউটার এ কাজ করার পরে যে ফলাফল বা Result তা সঞ্চয় করে রাখা ও এই Memory কাজ।
৩) CPU তে তথ্য সরবরাহ করা :
আমাদের ডেটা বা তথ্য গুলো সিপিইউ তে পৌঁছানো এই মেমরি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে।
Memory শ্রেণীবিভাগ ( Classification of Memory )
Memory বা স্মৃতি কে 2 ভাগে ভাগ করা হয়
Primary Memory
Secondary Memory
Primary Memory
যে মেমরি CPU র সাথে প্রত্যক্ষভাবে যুক্ত এবং ডেটা বা তথ্য গুলি অস্থিয়ী ভাবে জমা রাখে তাকে Primary Memory বা মুখ্যস্মৃতি বলে।
Primary Memory কে আবার দুই ভাগে ভাগ্যরা হয়
RAM ( Random Access Memory)
ROM ( Read Only Memory )
Secondary Memory কে দুই ভাগে ভাগ করা হয়
Magnetic Storage Media
Optical Storage Media
RAM কে দুই ভাগে ভাগ করা যায়
SRAM (Static Random Access Memory )
DRAM ( Dynamic Random Access Memory )
ROM কে তিন ভাগে ভাগ করা হয়
PROM
EPROM
EEPROM
Magnetic Storage Media কে দুই ভাগে ভাগ করা হয়
Magnetic Tapes
Magnetic Disks
Secondary Memory বা গৌণ স্মৃতি
যে মেমরি CPU র সাথে প্রত্যক্ষভাবে যুক্ত না থেকে ডেটা , তথ্য বা নির্দেশাবলি ভবিষ্যতের জন্য স্থিয়ীভাবে সঞ্চয়রাখে, তাকে Secondary Memory বা গৌণ স্মৃতি বলে.