DOS কি ?
যে অপারেটিং সিস্টেম Disk এ সংরক্ষণ করে কম্পিউটারে ব্যবহার করা হয় এবং যা User ( যে ব্যবহার করে ) এবং কম্পিউটার সিস্টেম এর মধ্যে যোগসূত্র করে কম্পিউটারের কাজকর্ম নিয়ন্ত্রণ করে তাকে DOS বা Disk Operating System বলে।
DOS বা Disk Operating System এর বৈশিষ্ট
১) DOS হলো একটি CUI অপারেটিং সিস্টেম
২) এখানে নির্দিষ্ট কিছুগুলি Command এর সহজে কম্পিউটার পরিচালনা করা হয়।
৩) এখানে কীবোর্ড এর সহজে ইনপুট দেওয়া হয়।
৪) এটি হলো একটি Single ইউসার অপারেটিং সিস্টেম
৫) Dos এ অনেক গুলি কম্যান্ড আছে
DOS বা Disk Operating System এর কাজ
১) Processor Management :
DOS হচ্ছে একটি Operating System . Operating System এর প্রধান কাজ হচ্ছে Processor Management করা। আর এই প্রসেসর আমাদের কম্পিউটার এর সব ধরণের Processing কাজ করে থাকে।
২) Memory Management :
কম্পিউটার এর আরেক টি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো Memory . এই মেমরি তে Management বা নিয়ন্ত্রণ করে এই অপারেটিং সিস্টেম
৩) File Management :
কম্পিউটার এর আরেক টি গুরুত্বপূর্ণ কাজ হলো file গুলো কে ম্যানেজমেন্ট করা তা এই অপারেটিং সিস্টেম করে থাকে
৪) Resource Management :
কম্পিউটার এর আরেক টি গুরুত্বপূর্ণ হলো কম্পিউটারের বিভিন্ন ধরণের যন্ত্রগুলোকে ম্যাজেমেন্ট করা তা এই অপারেটিং সিস্টেম করে থাকে।