সার্ভার (Server ) কাকে বলে ? উদাহরণ দাও ?

  সার্ভার (Server ) কি ? বা Web Server কি ?




উত্তর- নেটওয়ার্কে একটি উচ্চ প্রসেসিং ক্ষমতা যুক্ত শক্তিশালী প্রধান কম্পিউটার থাকে , যেটি কে সার্ভার বলে।  নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলি কে তাড়াতাড়ির সঙ্গে বিভিন্ন পরিষেবা প্রদান করাই সার্ভার এর প্রধান  কাজ। 



Work Book ( ওয়ার্ক বুক ) কি ?



উত্তর -Microsoft Excel Document কে Work Book  বলে।   ওয়ার্ক  বুক এ একাধিক Work Sheet থাকে।  সাধারণ অবস্থায় এক্সেল ওয়ার্ক বুক এ তিন টি ওয়ার্কশিট থাকে।  প্রয়োজনে সংখ্যা বেশি কম করা যাই  .


Work Sheet কি ?


উত্তর - Work Sheet হলো Work Book  এর একটি Sheet . সাধারণত তিন টি Sheet থাকে Sheet 1 , Sheet 2 , Sheet 3 . প্রয়োজনে তা বাড়ানো  যাই।  একটি Work Sheet এ 256 টি Colunm থাকে 65536 টি Rows  থাকে।  




Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ