গরীব ঘরের ছেলে মেয়েদের বৈশিষ্ট

গরীব ঘরের ছেলে মেয়েদের বৈশিষ্ট 



নমস্কার বন্ধুরা আজ আমি গরিব ঘরের ছেলে মেয়েদের সম্বন্ধে কিছু লেখার চেষ্টা করবো। যেটা লেখো আমি তা আমার নিজস্ব মতামত।আপনাদের যদি ভালো লাগে তা হলে comment করবেন বা email করবেন।


১) মা বাবার খুব আদরের হয় : -


  প্রথমেই বলি গরিব ঘরের ছেলে মেয়েরা খুব আদরের হয় , অনেক অনেক আদরের হয়।  মা বাবা নিজে খাবার না খেয়ে তারা নিজের ছেলে মেয়ে কে খাইয়ে দেয়।  অভাব অনটন ছেলে মেয়েদের জানতেই দেয় না।  নিজের ইচ্ছা নিজের খুশি , নিজের পছন্দ বিসর্জন দিয়ে তারা ছেলে মেয়ের খুশি তে আনন্দ পায় , ছেলে মেয়ের আনন্দেতে আনন্দ পাই।  ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারা শিক্ষিত অনুভব করে।  নতুন কিছু জিনিস কিনে দিলে রাজার মতো অনুভৱ করে। ছেলে মেয়ে ভুল , দোষ আড়াল করে নিজেকে দোষী করে ফেলে এবং ওপরের কাছে মাতা নত করে ফেলে। 

             নিজের প্রয়োজনীয় জিনিস না কিনে তারা ছেলে মেয়ে বই খাতা , কলম , পেন্সিল , জামা , পেন্ট , জুতা ইত্যাদি কোন থাকে।  ছেলের পড়ার আর মেয়ের বিয়ের জন্য নিজের শেষ সম্বল জায়গা টুকু হাসি মনে বিক্রি করে দেয়। নিজের মেয়ের খুশির জন্য লোকের কাছে মাথা নিচু করে থাকে।  


আর ছেলে মেয়ের বন্ধুদের নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালো বসে। 


২) গরীব ঘরের ছেলে মেয়েরা সৎ হয়।:-


বেশির ভাগ গরীব ঘরের ছেলে মেয়েরা খুব সৎ হয়।  তারা নিজের সম্মান নিজের বাবা মায়ের সম্মান রাখার চেষ্টা করে।  এমন কিছু কাজ করে না যে মা বাবার সম্মান নষ্ট হওয়ার যাই। তারা মানুষের সাথে সৎ ভাবে থাকতে চেষ্টা করে , মানুষকে ভালো বাসতে  চেষ্টা করে মানুষের উপকার করতে খুঁজে।  কারো আদেশ না কাটার চেষ্টা করে।  সকল কে ভালো বস্তে খুঁজে। 




৩) অপরকে সাহায্য করে :


 গরিব ঘরের ছেলে মেয়েরা হয় খুব সৎ  খুব HEPLFULL হয়।  নিজের ঘরের হাজার কাজ থাকলেও অন্যলোকের কাজ না করবে না।  অর্থাৎ কেও যদি কোনো কাজ দেয় তাহলে সে না বলবে না , নিজের কাজ থাকলেও অন্যলোকের কাজ করে দেবে। অন্য লোকের সহজ করতে এগিয়ে আসবে। 


৪) দয়ালু হয় :-


গরিব ঘরের ছেলে মেয়েরা খুব দয়ালু হয়ে থাকে।  নিজে কষ্টে থাকে তবু ওপরের কষ্ট অনুভব করে. অপরকে সাহায্য করে থাকে। 




কাজ করার ক্ষমতা বেশি থাকে :-

গরিব ঘরের ছেলে মেয়েরা ছোট থেকেই সব ধরণের কাজ করে থাকে তাই তাদের কাজ করার অভ্যাস থাকায় বেশি কাজ করতে পারে।  সব ধরণের কাজ করে করে অভস্ত থাকে তাই যে কোনও কাজ করতে পি[যাবে।


Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ