স্টার টপোলজি কাকে বলে ? এর সুবিধা ও অসুবিধা কি কি ?
যে নেটওয়ার্ক ব্যবস্থাই কম্পিউটারগুলি পরস্পর তারার (Star ) মতো বিন্যাসে একটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে , Star Topology বলে।
Star Topology ( ষ্টার টপোলজি ) সুবিধা :
১) মাঝের কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার খারাপ হলেও নেটওয়ার্ক এ কোনো ক্ষতি হবে না।
২) এই Topology তে রক্ষণাবেক্ষণ খুব সহজ।
৩) ভুল খুঁজে সহজ এবং সংশোধন করাও অনেক সহজ।
Star Topology ( ষ্টার টপোলজি ) অসুবিধা :
১) এই টপোলজি তে তারের প্রয়োজন অনেক বেশি হয়।
২) ষ্টার টপোলজি Install করা অনেক খরচ।
৩) Hub অর্থাৎ মাঝের কম্পিউটার কাজ না করলে সব কাজ বন্ড হয়ে যাই।