ans - যে যন্ত্রগুলি দ্বারা Computer এ data input করা যায় তাকে Input device বলে।
যেমন -keyboard, mouse, scanner, OMR, BCR, OCR , Light pen, Joystick, card reader , touch screen, graphic tablet ইত্যাদি ।
2) Output Device কাকে বলে?
ans - যে যন্ত্রগুলি দ্বারা Input করা data গুলির ফলাফল দেখতে পাই , শুনতে পাই বা কাগজে print পাই তাকে output device বলে ।
যেমন - Monitor, Printer , Plotter, Speaker, Projector, Speaker ইত্যাদি ।
3) Software কাকে বলে?
ans - কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য computer system কে তথ্য এবং নিদেশাবলী যে programme গুলি দ্বারা দেওয়া হয় তাকে Software বলে ।
যেমন -Operating system , MS -WORD , MS - EXCEL , MS - POWERPOINT ইত্যাদি ।
4) Hardware কাকে বলে?
ans - যে সকল যান্ত্রিক বা ভৌত অংশ গুলি কম্পিউটার সিস্টেম থাকে তাকে Hardware বলে ।
যেমন - Motherboard , Monitor, Processor, Ram, keyboard, mouse , memory ইত্যাদি ।
5)