Internet কি ?
Internet হলো Network এর Network . অর্থাৎ ছোট ছোট অনেক গুলি Network একসঙ্গে মিলিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ইন্টারনেট বলে। Internet এর পুরো নাম হলো Inter-connected network যা আমরা ইন্টারনেট বলে থাকি।
Internet এর ইতিহাস
১৯৬৯ সালে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর সর্বপ্রথম ARPANET নাম Computer Network ব্যবস্থা উদ্ভাবন করেন। এই ARPANET প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত থাকা বিস্ববিদ্যালয়গুলির সঙ্গে সংযোগ করার জন্য এই নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। ARPANET প্রযুক্তিকে আরও উন্নত করেই সৃষ্টি হয়েছে আজকের ইন্টারনেট।
ISP কি?
যে সংস্থা গুলি আমাদিগকে ইন্টারনেট পরিসেবা দেয় তাকে ISP বা Internet Service Provider
ISP দুই ধরণের হয়
১) সরকারি ISP
২) বেসরকারি ISP
সরকারি ISP হলো BSNL এবং বেসরকারি ISP হলো Airtel , Jio , Vodafone
ইত্যাদি।