Dos Command কি

 Dos Command কি ?



উত্তর-  একটি নির্দিষ্ট কাজ করতে গেলে কম্পিউটারে  সমস্ত নির্দেশ দেওয়া হয় তাদের Command বলে।  


 MS-Dos Command কয় প্রকার ও কি কি 


উত্তর - MS - Dos দুই প্রকার 


১) Internal Command 


২) External Command 


Internal Command গুলি কি কি ?


উত্তর - 

DATE

TIME

VOL 

VER

PATH

COPY

COPY CON

DIR

REN

DEL

CLS

PROMPT


External Command গুলি কি কি ?


EDIT

TREE

FORMAT

XCOPY

DISKCOPY

MORE

SORT


DOS এর Internal Command দুটি বৈশিষ্ট গুলি লেখো  ?


১) DOS লোড হওয়ার পর এই কম্যান্ড গুলি প্রাইমারি মেমরি তে থাকে 


২) এই Command গুলি দ্রুত সম্পাদিত হয়। 


DOS এর Enternal Command দুটি বৈশিষ্ট গুলি লেখো  ?


১) DOS লোড হওয়ার পর এই কম্যান্ড গুলি প্রাইমারি মেমরি তে থাকে না। 


২) এই Command গুলি  সম্পাদিত হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে । 


Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ