Flow Chart কি । Flow Chart কি । What is Flow Chart । Features of Flow chart । What is Flow chart in Bengali ।
Flow Chart সুবিধা । Flow Chart অসুবিধা
উত্তর- Algorithm কে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে Flow Chart বলে।
সংজ্ঞা :
আলগোরিদমের পর পর ধাপ গুলি কে চিত্রের সাহায্যে প্রকাশ করা কে Flow Chart বলে।
Flow Chart সুবিধা :
১) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর উপর নির্ভর নাই বলে যথা যোথ যোগাযোগ এ সাহায্য করে।
২) Flow Chart এর সাহায্যে কোনো সমস্যা বিন্যাস করা সহজ
৩) ফ্লো চার্ট এ কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সময় কম লাগে।
৪) প্রোগ্রামে ভুল ধরতে সহজ করে।
Flow Chart অসুবিধা :
১) Flow Chart এ যদি কোনো পরিবর্তন করতে হবে Flow Chart টি পুরো তা বানাতে হয়।
২) Flow Chart এর চিহ্ন গুলি Type করা যাই না।
৩) জটিল লজিক এর জন্য অনেক সময় জটিল হয়ে যাই .
Flow Chart এর চিহ্ন গুলি
1) Start Box
2) Input / Output Box
3) Processing Box
4) Flow Lines
5) Decision Box
6) Connector