Computer VVI Questions and Answers

 Questions and Answers 




Sub: Computer


  1. Protocol কি ?


 উত্তর-  Protocol হলো একটি কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের সংযোগ সাধনের ক্ষেত্রে প্রযোজ্য কিছু কিছু নিয়মের সমষ্টি।


  1. Reboot কি ?


উত্তর- কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরে আবার চালু করার পদ্ধতি কে Reboot বলে। 


  1. Compiler কি ?


উত্তর- High Level Language কে Machine Level Language এ রূপান্তরিত করতে হলে যে বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয় তাকে Compiler বলে। 


4) Assembler কি ?


উত্তর- Assemble Language কে মেশিন Language পরিণত করে যে সফটওয়্যার তাকে Assembler বলে। 


5 ) Multiuser কি ?


উত্তর- একটি কম্পিউটার সিস্টেম যেখানে একেই সময়ে একাধিক ব্যবহারকারী বিভিন্ন কাজ করতে পারে।  


6) Network Interface Card কি ?


উত্তর- LAN বা Local Area Network এর ক্ষেত্রে একটি কম্পিউটারের সঙ্গে অপর  কম্পিউটারের সংযুক্তির ক্ষেত্রে যে কার্ড বা Adapter ব্যবহার করা হয় তাকে Network Interface Card বলে। 


7 ) RGB : Red , Green , Blue এই তিনটি রং বিভিন্ন পরিমানে মিশ্রিত করে ভিডিও সিস্টেম এ Colour জেনারেট করা হয়।  


8) Multimedia কি ?


উত্তর- Multimedia হচ্ছে এমন এক ধরণের Technology , যার দ্বারা Animation , Graphics , Text , Voice , Video সমন্বয়ে খুব সুনন্দার Project বা Display উপস্থাপন করা হয়। 


9) NULL  কি ?


উত্তর- Null বলতে  কম্পিউটারের ভাষায় বোঝায় এমন একটি Character , যার কোনো Value নেই , অর্থাৎ যার বাইনারি মান ০ (Zero )


10) Packet কি ?


উত্তর- Packet এমন একটি অংশ যেখানে নেটওয়ার্ক দ্বারা পাঠানো বিভিন্ন তথ্য , যেমন - যিনি পাঠিয়েছেন , যার কাছে পাঠিয়েছেন  ইত্যাদি সম্পূর্ণ তথ্য সঞ্চিত থাকে 


Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ