কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর । Computer এর প্রশ্ন ও উত্তর । Computer Questions and Answers in Bengali । Bengali te Computer Questions and Answers

কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর।  Computer এর  প্রশ্ন ও উত্তর  । Computer Questions and Answers in Bengali । Bengali te Computer Questions and Answers

   


১ ) কম্পিউটার চালু হওয়ার পদ্ধতি কে কি বলে ?


উত্তর- বুটিং 


২) ২ টি  External Command  এর নাম লেখো ?


উত্তর- EDIT , TREE 


৩) যে ভাষার সাহায্যে কম্পিউটারে Programme লেখা হয়, সেই ভাষা কে কি বলে ?


উত্তর- Programming Language 


৪) একটি নিম্নস্তরের ভাষার নাম লেখো ?


উত্তর- Assemble Language 


৫) একগুচ্ছ  প্রোগ্রামের সমষ্টি কে কি বলে ?


উত্তর- Software 


৬) ২ টি  উচ্চস্তরের ভাষার নাম লেখো ?


উত্তর- Basic , C


৭ ) কার্ণেল কি ?


উত্তর- কার্ণেল হলো Operating সিস্টেম এর Heart না হৃদয়।  Operating System এর যে অংশ টি কতকগুলি প্রোগ্রামসমূহের সমষ্টি যেটা প্রাইমারি মেমরি তে সঞ্চিত হয় এবং সুইচ বন্দ না করা পর্যন্ত চলে , তাকে কার্ণেল বলে। 

৮) Binary Number এর Base বা নিধান কত ?


উত্তর- 2


৯) Decimal Number এর Base বা নিধান  কত ?


উত্তর- 10


১০) Octal Number এর Base বা নিধান কত ?


উত্তর- 8


১১) Hexadecimal Number এর Base বা নিধন  কত ?


উত্তর- 16

১২) Android কি ?


উত্তর- Android হচ্ছে একটি Operating System 


১৩) Speaker কি ?


উত্তর- Speaker হচ্ছে একটি Output Device 


১৪) Bootable Disk কি?


উত্তর- যে ডিস্কের দ্বারা অপারেটিং সিস্টেম কম্পিউটারে লোড করা হয় তাকে Bootable Disk বলে.


১৫) Bits Per Second (BPS ) কি ?


উত্তর- Data প্রতি সেকেন্ডে যে পরিমান বাইনারি সংখ্যায় পরিবর্তিত হয় তার হার কে Bits Per Second (BPS ) বলে। 



Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ