HTML কি ? HTML এর বৈশিষ্ট । HTML Ki । HTML in Bengali । HTML কাকে বলে ? HTML এর সুবিধা

 HTML (HYPERTEXT MARKUP LANGUAGE )


HTML কি ? HTML এর বৈশিষ্ট । HTML Ki । HTML in Bengali । HTML কাকে বলে ?



বর্তমানে সারা পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ প্রতিদিন ইন্টারনেট এর সাহায্যে বিভিন্ন ধরণের তথ্য ঘরে বসে খুব সহজে হাতের সামনে পাচ্ছে।  আজকাল আমরা যে কোনো তথ্য Website  এর দ্বারা খুব সহজে পাচ্ছি।  আর এই ওয়েবসাইট গুলো তৈরি হচ্ছে এই HTML এবং অন্যান্য প্রোগ্রামে এর দ্বারা। 


HTML কি : 


কোনো ওয়েব সাইট  মধ্যে যে সব লেখা , ছবি ,  Table এবং অন্যান্য তথ্য থাকে , সেই  ডকুমেন্টস গুলিকে বলা হয় ওয়েব পেজ।  আর এই Web Page গুলি তৈরি করা হয় এই HTML দিয়ে। 


HTML বা  HYPERTEXT MARKUP LANGUAGE হলো এমন একটি ভাষা যার সাহায্যে ওয়েব  পেজ গুলি তৈরি করা হয়।  

এই ভাবে HTML  এ লেখা অনেক গুলি ওয়েব পেজ মিলিয়ে একটি Web Site তৈরি করা হয়।  










HTML এর বৈশিষ্ট 


১) সহজ ভাবে করা যায়  : HTML  অর্থাৎ HYPERTEXT MARKUP LANGUAGE C বা C++ LANGUAGE এর মতো কঠিন নয়।  


২) বিশ্বব্যাপী গ্রহণ যোগ্যতা : WINDOWS , LINUX  বা UNIX অপারেটিং সিস্টেম যুক্ত মেশিন ও এগুলি প্রদর্শন করা যায়।  


৩) সুসংগত  ( COMPATIBLE ) : বিভিন্ন ধরণের পরিবেশ থেকে খুব সহজে HTML পেজ প্রবেশ করা যায়। 


৪) FORMATING এর সুবিধা : HTML এর সাহায্যে সহজেই লেখা ও ছবি গুলি কে সাজানো বা EDITING , FORMATING করা খুব সহজে হয়ে থাকে। 


৫) সহজে প্রিন্ট করা যায় : 

HTML এর পেজ বা ডকুমেন্টস গুলো download না করেও খুব সহজে প্রিন্ট করা  যায়। 


6) বিভিন্ন ধরণের ভাষা ব্যবহার করা যায় :

 HTML এ বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা যায়।   যেমন - বাংলা , হিন্দি , ইংলিশ , তেলেগু , তামিল , নেপালি , ওড়িয়া etc 


HTML এর সুবিধা 


  1. HTML প্রোগ্রাম তৈরি করা হয় অনেক গুলি Tag এর সাহায্যে , তাই এই Tag গুলি মনে রাখলে যে কেউ খুব সহজে Web Page তৈরি করতে পারবে।  

  2. HTML প্রোগ্রামে যেহেতু Notepad বা অন্যান্য প্রোগ্রামে করা হয় , তাই খুব সহজে এই প্রোগ্রামে চালানো যায়। 

  3. HTML প্রোগ্রামে লেখা , শেখা এবং ব্যবহার করা খুব সহজ। 

  4. এই প্রোগ্রামে করতে ও মনে রাখতে খুব সহজ 

  5. এখানে টেবিল এর বেবহার খুব সহজ 

  6. এখানে অন্য পেজ এর সাথে লিংক করা খুব সহজ

  7. এই প্রোগ্রামে কোনো ভুল হয়ে গেলে তা সহজে এডিট করা যাই। 


HTML Tags



Tags     কাজ 


  1. <HTML> : HTML Code শুরু করার প্রথম Tag 

<HTML> ……………</HTML>

  1. </HTML> : HTML Code শেষ করার জন্য  এই tag 


  1. <TITLE > : Web Browse এ Title Bar এ Title দেওয়ার জন্য এই tag 

<TITLE> …………..</TITLE>

  1. <HEAD > : Document এর Heading শুরু করার জন্য এই Tag ব্যবহার করা হয় 

<HEAD> ………………….</HEAD>


  1. <Body> : এই Tag এর সহজে কোনো Document এ Body তে text লেখার জন্য 

<BODY> ………….</BODY>


  1. <Bold> : কোনো লেখা কে Bold করার জন্য। 


<B> ……………..</B>

  1. < I > : লেখা কে বাঁকানোর ( Italic ) করার জন্য এই Tag ব্যবহার করা হয়। 

<I> ……………………</I>


  1. < U > : কোনো লেখার নিচে দাগ দেওয়ার জন্য এই tag ব্যবহার করা হয়। 

<U> ……………………</U>

  1. <P > : Documents  এর লেখা গুলি কে Paragraph এ সাজানোর  জন্য। 


  1.  < H1> : Heading করার জন্য এই Tag ব্যবহার করা হয়। 


  1.  < BR > : Line Break করার জন্য ব্যবহার করা হয়। 


  1.  <OL> : Order List অর্থাৎ ক্রম সংখ্যা অনুসারে লেখার জন্য। যেমন - 1 , 2 , 3 , 4 অথবা i , ii , iii , iv , v অথবা  a , b , c , d , etc

<OL> …………….</OL>

  1. <UL> : UnOrder List অর্থাৎ Bullet , Circle যুক্ত  সংখ্যা অনুসারে লেখার জন্য। যেমন - 0 *  etc

  2.  <Li > : বিভিন্ন ধরণের তালিকা বা List তৈরি করার জন্য এই tag .

  3.  < A HREF = “ url “ > : Hyperlink করার জন্য এই tag ব্যবহার করা হয়। 

  4.  </ A> : Hyperlink  শেষ করার জন্য এই tag ব্যবহার করা হয়।

  5. < IMG SRC = “ url “ Page এর মধ্যে Image বা ছবি দেওয়ার জন্য এই tag ব্যবহার করা হয়।

  6.  < HR > : Horizontal Line

  7.  < Font> : Font দেওয়ার জন্য এই  tag ব্যবহার করা হয়।

  8.  < Table > : Table তৈরি জন্য এই tag ব্যবহার করা হয়।

<TABLE> …………</TABLE>


পরে আরো অনেক গুলো Tag দেওয়া হবে



Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ