আধুনিক সমাজে কম্পিউটারের ব্যবহার গুলি লেখো ?
বর্তমান যুগ কম্পিউটার যুগ , ইন্টারনেট যুগ আর এই ইন্টারনেট যুগে কম্পিউটার এর ব্যবহার অসীম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই কম্পিউটার এর উপর নির্ভরশীল। অফিসের কাজ বলুন , ঘরের কাজ বলুন আর কাজ বলুন সব কাজেই এই কম্পিউটার এর উপর নির্ভরশীল
কম্পিউটার এর ব্যবহারের বিশেষ বিশেষ বিশেষ দিক গুলি নিম্নে আলোচনা হলো।
১) শিক্ষা ক্ষেত্রে :
বর্তমান যুগে শিক্ষা ক্ষেত্রে শুধু খাতা কলম এই সীমাবধ্য নয়। ছেলেমেয়েদের পড়াশুনা Online Class এর সাথেসাথে Admission , Registration , form fillup , Mock test , Training , পড়াশুনা , নতুন information জানা , নতুন তথ্য জানা ইত্যাদি বহু ক্ষেত্রে এই কম্পিউটার এর উপর শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে।
২) চিকিৎসা বিজ্ঞানে :
বর্তমান যুগে চিকিৎসা ব্যবস্থা পুরো টা কম্পিউটার এর উপর নিভরশীল। ব্লাড টেস্ট , Ultrasonography , C.T Scan , বিভিন্ন ধরণের অপারেশন ইত্যাদি সব কিছুই আজ এর কম্পিউটার এর উপর নির্ভরশীল।
৩) বিজ্ঞান এর ক্ষেত্রে :
বর্তমান যুগ Computer , মোবাইল যুগ ইন্টারনেট যুগ। আর এই যুগে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে বিজ্ঞানের আবিষ্কারের উপর নির্ভরশীল।
রান্নাঘরের থেকে শুরু করে বেডরুম পর্যন্ত আমরা যতই কিছু ব্যবহার করছি সব বিজ্ঞানের অবদান। তাই বর্তমান যুগে এই বিজ্ঞানের উপর আমরা , সারা পৃথিবীর নির্ভর করে আছে । রান্না করার যন্ত্র থেকে শুরু করে একস্থান থেকে অন্যস্থানে যাওয়া , মোবাইল যন্ত্র দ্বারা মানুষের যোগাযোগ মোবাইল যন্ত্রের দ্বারা মানুষকে দেখা মোবাইল যন্ত্র দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা ব্যাংকের কাজ , স্কুলের কাজ , অনলাইনের কাজ আরও ইন্টারনেটের সাহায্যে কম্পিউটারের সাহায্যে আমরা নির্ভর হয়ে গেছি। বিজ্ঞানের নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করা এবং নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা সবকিছু এই কম্পিউটারের উপর নির্ভরশীল এবং ইন্টারনেটের উপর নির্ভরশীল তাই আমাদের এই বর্তমান যুগে কম্পিউটার , ইন্টারনেট এর উপর নির্ভর করছে এবং ডেভলপমেন্ট এর জন্য নির্ভর করছে।