Million , Billion , Trillion কি ?
বর্তমান Technical যুগে আমার Million , Billion , Trillion এই শব্দ গুলি প্রায় শুনে থাকি। আমাদের যেমন ১০০০ , ১০০০০০ , ৫০০০০ , ১০০০০০ এই রকম সংখ্যা ঠিক Western দেশ গুলি তে এই ধরণের সংখ্যা ব্যবহার করে। তবু বর্তমান যুগে আমাদের দেশেও এই ধরণের শব্দ আজকাল ব্যবহার হচ্ছে। যেমন Youtube Channel এ 1 Million Subscriber বা কোনো ভিডিও ভাইরাল হয়েছে যেটা তে 10 Million Views হয়েছে। এই ভাবে আমরাও আজ কাল এই শব্দ গুলো ব্যবহার করি।
1 Million = 1000000 (দশ লক্ষ )
এটাতে ছয় টি শুন্য আছে
1 Billion = 1000000000 ( এক হাজার কোটি )
এটাতে নয়টি শুন্য আছে
1Trillion = 1000000000000 ( এক লক্ষ কোটি )
এটাতে বারো টি শুন্য আছে