Answer , Practical Question for Class XI , 2020



1)
a) কম্পিউটার কি?

Ans- কম্পিউটার হচ্ছে একটি দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রনিক যন্ত্র। একে বাংলায় বলে 'গণক যন্ত্র' বা 'পরিগণক'। কম্পিউটার বিভিন্ন ধরনের যন্ত্রের সাহায্যে তথ্য আদান প্রদান, তথ্য সংরক্ষণ এবং নির্দেশ মেনে সংক্রিয় ভাবে ধাপে ধাপে গাণিতিক, যৌক্তিক ও অন্যান্য কর্ম সঠিকভাবে করে থাকে এবং প্রয়োজনীয় ফলাফল সঠিকভাবে দেই তাকে কম্পিউটার বলে ।

কম্পিউটারের বৈশিষ্ট্য

১. Speed : কম্পিউটার বিভিন্ন ধরনের তথ্য অতি দ্রুত গতিতে আদান-প্রদান করতে পারে । তাই কম্পিউটারে কাজ দ্রুতগতিতে হয় ।
২. Accuracy : কম্পিউটার অতি দ্রুত গতিতে কাজ করা সত্ত্বেও কম্পিউটার সবসময় সঠিক তথ্য দেয়।
৩. Storage : কম্পিউটার চেয়ে একটি তথ্যভান্ডার, কম্পিউটারের সঞ্চয় করার ক্ষমতা অনেক বেশি, তাই কম্পিউটারে প্রচুর পরিমাণ তথ্য সঞ্চয় করা যায় এবং পরবর্তীকালে সেই তথ্য খুব সহজে কম্পিউটারের পাওয়া যায়।
৪. Solve Complex Problem :
কম্পিউটার খুব সহজে যেকোন জটিল সমস্যার সমাধান করতে পারে তাই আমাদের অনেক সুবিধা হয়।
৫. কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে
৬. কম্পিউটার ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় এবং কম্পিউটার বিরক্ত অনুভব করে না
বাকিগুলো পরে আপডেট করব।
Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ