দৈনন্দিন জীবনে বিজ্ঞান । দৈনন্দিন জীবনে বিজ্ঞান । বিজ্ঞানের রচনা । Biggan er Rachana

দৈনন্দিন জীবনে বিজ্ঞান । বিজ্ঞানের রচনা 

Biggan er Rachana



দৈনন্দিন জীবনে বিজ্ঞান


ভূমিকা : 


বর্তমান যুগ বিজ্ঞান এর যুগ। আজকের দিনে অর্থাৎ বর্তমান যুগে আমরা প্রতিটি মুহূর্তে এই বিজ্ঞান এর উপর নির্ভরশীল। সকাল ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া প্রতিটি মুহূর্তে আমরা এই বিজ্ঞান এর উপর নির্ভরশীল। 


দৈনিন্দিন জীবনে বিজ্ঞান :


আজকের দিনে অর্থাৎ এই কম্পিউটার যুগে , মোবাইল যুগে , ইন্টারনেট যুগে , Social  Network  যুগে আমরা এই বিজ্ঞান এর আবিষ্কার করা যন্ত্রের উপর নির্ভশীল।  বিজ্ঞান আজ আমাদের জীবনকে গতিশীল করেছে , উন্নত করেছে , হাতের মুঠোয় সারা পৃথিবীকে এনেদিয়েছে। 

     

               বিজ্ঞান এর প্রযুক্তির সাহায্যে পৃথিবীরের যে কোনো স্থানে থাকা মানুষটির সাথে যোগাযোগ করতে পড়তে , তাকে দেখতে পারছি , তাকে instruction  দিতে পারছি , তার সাথে সময় কাটাতে পারছিএবং দরকারি জিনিসপত্র বা data সেকেন্ড এর মধ্যে পাঠাতে পারছি।  

          বিজ্ঞান এর আবিষ্কার বিভিন্ন apps এর সহজে অনেক জন একসাথে অনলাইন meeting বা ক্লাস করতে পারছি।

প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান আজ সমান ভাবে উন্নত করেছে এবং মানুষ জীবনকে উন্নত মানের সেবা প্রদান করেছে 

শুধু উন্নত নয় , মানুষের জীবনকে আলোয় আলোকিত করেছে , বিভিন্ন রঙে রঙিন করেছে।

    

          বিজ্ঞান এর আরেক ধাপ এগিয়ে জয়ার ফলে আজ আমরা VIP মানুষের সাথে LIVE কথা বার্তা দিতে পারছি। 


যে কোনো স্থান থেকে খুব কম সময়ে এরোপ্লেন এর সহজে যেতে পারছি।


শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব :


শিক্ষা বা Education  মানুষকে মানুষে পরিণত করে , মানুষকে মহান  মানুষে পরিণত করে , মানুষ কে Doctor করে , Scientist করে, engineer  করে, Teacher করে।  তাই আজ বিগ্গার এর সাহায্যে  শিক্ষার আমুল পরিবর্তন হয়েছে। কম্পিউটার শিক্ষা , ইন্টারনেট শিক্ষা , মোবাইল শিক্ষা , গুগল এর মাধ্যমে শিক্ষা। ইত্যাদি ক্ষেত্রে আমরা  বিজ্ঞান এর উপর নির্ভরশীল।


     বর্তমান যুগে শিক্ষার জন্য Registration , Form Fillup , Admission  , Result  দেখা , Marksheet দেখা 

Marksheet  নেওয়া  ইত্যাদি ক্ষেত্রে এই বিজ্ঞানের উপর আমরা আজ নির্ভরশীল। 


         জেনারেল শিক্ষা , ভোকেশনাল শিক্ষা , টেকনিকাল শিক্ষা , Business  শিক্ষা , Fashion  শিক্ষা ও অন্নান্ন বহু ধরণের শিক্ষার ক্ষেত্রে আজ আমরা এই বিজ্ঞানের উপর নির্ভরশীল।



স্বাস্থা ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব :

স্বাস্থ ক্ষেত্রে বিজ্ঞান এর ব্যবহার অপরিসীম।  স্বাস্থ ক্ষেত্রে প্রতিটি মুহুর্তে আজ বিজ্ঞান এর উপর  নির্ভরশীল  Bood টেস্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে বিজ্ঞানের আবিষ্কার যন্ত্রের সহজে মানুষকে সুস্থ করছে এবং স্বাস্থ ক্ষেত্রে আগেয়ে যাচ্ছে। 

Ultrasonography , CT scan , MRI , এবং আরো অনেক কিছু বিজ্ঞানের আবিষ্কার যন্ত্রের দ্বারা আজ সাস্থ ব্যবস্থা উন্নত হয়েছে। 


কৃষি জীবনে প্রভাব :

ভারতবর্ষ কৃষি প্রধানদেশে কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে শুধুমাত্র বিজ্ঞান এর আবিষ্কার এবং প্রযুটকি ব্যবহার করে। 

আজ গ্রামে গঞ্জে মানুষ বিজ্ঞানের আবিষ্কার করা যন্ত্রে সহজে চাষ করার ফলে প্রচুর পরিনাম ফসল দেখতে পারছে , টাকা রোজগার করতে পারছে। 


ছাত্র জীবনে প্রভাব :


বর্তমান যুগ টেকনিকাল যুগ আর এই টেকনিকাল যুগে শিক্ষার ক্ষেত্রে বিপুল পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তন ফলে 

ছাত্র  ছাত্রীদের দের পড়াশুনার ধরণ এবং ছাত্র দের পড়াশুনার মাধ্যম অনেক পরিবর্তন হয়েছে।

   আজ কাল পড়াশুনার সাথে সাথে কম্পিউটার , ইন্টারনেট , সফটওয়্যার , প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইত্যাদি পড়াশুনা

করতে হচ্ছে।  আর এই কম্পিউটার , ইন্টারনেট শিক্ষার দ্বারা অনন্যা বিষয়ে শিখাও খুব ভালো হচ্ছে তার কারণ

ইন্টারনেট থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা পায় যাচ্ছে।  

বর্তমানে অনলাইন শিক্ষার উপর অনেক  দিয়েছে। আর এই অনলাইন এর মাধ্যমে আমরা ঘরে বসে খুব সুবেদার ভাবে ,

খুব সহজে ক্লাস করতে পারছি।

এর এই সব সুযোগ সুবিধা আমরা বিজ্ঞান এর আবিষ্কার এর ফলেই পাচ্ছি। 

          ছাত্র ছাত্রীদের পড়াশুনা  ছাড়াও অনলাইন  রেজিস্ট্রেশন ,  ফর্ম fillup , marksheet ইত্যাদি ক্ষেত্রে আজ আমরা বিজ্ঞান এর উপর নির্ভর। 



উপসংহার : 

বিজ্ঞান জামিন আমাদের জীবনকে করেছে উন্নত , সাচ্ছন্দ তেমনি কিছু সমাজ বিরোধী মাহুষ বিজ্ঞানের আবিষ্কার করা কিছু দ্রব্য খারাপ কাজের জন্য বেবহার করছে যা সমাজের জন্য অনেক ক্ষতিকর। 

তাই বিজ্ঞানের আবিষ্কার করা দ্রব্য কে মানুষের উন্নতিতে কাজে লাগানো উচিত।  কিন্তু তা এখন যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হচ্ছে।  তাই নিজের ডেস্ক কে এবং পৃথিবীকে উন্নত করার জন্য বেবহার করা উচিত 



এই রচনাটি ভালোকরে পড়ে নাও তারপরে নিজের ভাষাতে  লিখবেন।

Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ