হার্ডওয়্যার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
১) Accelerator Board কি ?
এটি একটি Add -in pointed সার্কিট বোর্ড। এই Board এর সাহায্যে মাদারবোর্ড পরিবর্তন না করেও কম্পিউটার এর কার্য ক্ষমতা উন্নত বা Upgrade করে তোলা যায়।
২) Access Mechanism কি ?
ড্রাইভের যে অংশটির দ্বারা ডিস্ক উপরিতলের ( Disk surface ) read /Write হেড এর অবস্থান স্থিরীকৃত হয় তাকে Access Mechanism বলে
৩) Access Time কি ?
মেমরি বা ডিস্ক থেকে কোনো নির্দেশ প্রদান এবং ওই নির্দেশ পালনে যে সময় লাগে তাকেই সাধারণ ভাবে Access Time বলা হয়।