Facebook এ কি ভাবে 3D ফটো যুক্ত করবেন ?
বর্তমান যুগ Technology যুগ , Mobile যুগ , ইন্টারনেট যুগ , Social Media যুগ । আর এই যুগে
আমরা নিজেকে আপডেট রাখতে facebook এ বা বিভিন্ন Social Platform আমরা বিভিন্ন ধরণের পোস্ট করে থাকি। তার পরে এই ফেইসবুক এ আমরা প্রতিটি মহূতে নতুন নতুন পোস্ট করে থাকি।
বর্তমানে অনেক ছেলে মেয়েরা facebook এ 3D বা ত্রিমাত্রিক ছবি পোস্ট করছে। এই সব 3D বা ত্রিমাত্রিক ছবি দেখতে খুব ভালো লাগে , মানুষ খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় আর সত্যিকারে দেখতেও খুব ভালো লাগে। ছবি গুলো একদম পরিষ্কার জলের মতো স্বচ্চ থাকে। এই 3D বা ত্রিমাত্রিক ছবি গুলির Colour দুর্দান্ত থাকে ছবির background খুব সুন্দর থাকে।
আপনারাও নিজের ছবি খুব সহজে 3D বা ত্রিমাত্রিক ছবিতে রূপান্তরিত করতে পারবেন।
আপনি যদি facebook এ 3D বা ত্রিমাত্রিক ছবি post করতে চান তাহলে প্রথমে আপনাকে facebook apps টি update করতে হবে Play Store থেকে যা ফ্রি তে হবে।
এর পরে আপনাকে facebook Apps টি Open করতে হবে। অনেক ফোনে এই সুবিধা নাও থাকতে পারে তবে এখানকার সব ফোন এই সুবিধাগুলো থাকছে।
কি ভাবে করবেন :
১। প্রথমে facebook apps টি update করুন
২। এরপরে news ফিড পেজ এ গিয়ে সেখানে দেখুন লেখা আছে Write Something Here বক্সে গিয়ে ক্লিক করুন।
৩। এর পরে একটু নিচের দিকে Scroll করুন।
৪। এর পরে দেখুন 3D option এ ক্লিক করুন।
৫। এর পরে আপনার ফোন এর গ্যালারি থেকে ছবি সিলেক্ট করতে হবে।
৬। কিছু খান পরে দেখবেন আপনার ছবি 3D তে রূপান্তরিত হয়েগেছে।
৭। তারপরে সে টি পোস্ট করুন
কিছু কিছু নিয়ম আছে তা আপনারা দেখে নিবেন
যদি এখন থেকে না পারেন তাহলে অনেক Apps আছে যেগুলো খুব সহজে যে কোনো ফটো কে 3D তে রূপান্তরিত করতে পারে।
Play স্টোরে সার্চ করুন Any photo convert into 3D photo