অপারেটিং সিস্টেম ( Operating System)
অপারেটিং সিস্টেম ( Operating System) হল একটি সিস্টেম সফটওয়্যার যা হার্ডওয়্যার , সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে এবং কম্পিউটারের কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে। তা ছাড়া ব্যবহারকারী একটি পরিবেশ প্রদান করে যেখানে সে কার্য সম্পাদন করে।
কম্পিউটার কে ব্যবহারের উপযোগী করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে।
অপারেটিং সিস্টেম ( Operating System) এর উদাহরণ :
Ms-Dos ( Microsoft Disk Operating System )
Windows
Linux
Unix
MAC OS
Functions of Operating System :
Memory Management
Processor Management
File Management
Device Management
I/O Management
Secondary Storage Management
Security
Command Interpretation
Networking
Communication Management
কম্পিউটারের সংজ্ঞা
HTML এ TABLE তৈরি