Algorithm কি ?
উত্তর- Algorithm হল একগুচ্ছ পর্যায়ক্রমিক নির্দেশের সমষ্টি যেখানে নির্দেশ গুলি সীমিত ধাপের পর শেষ হয় এবং কোনো নির্দিষ্ট কার্য সম্পাদন করে , তাকে Algorithm বলে।
Algorithm এর বৈশিষ্ট ?
১. বাইরে থেকে ইনপুট সরবরাহ করা হয়।
২. Algorithm কম পক্ষে একটি আউটপুট দেয়।
৩. প্রত্যেকটি নির্দেশ পরিষ্কার হয়ে থাকে।