HTML Tags । HTML Tags in Bengali । HTML Tags , কাজ
Tags কাজ
<HTML> : HTML Code শুরু করার প্রথম Tag
<HTML> ……………</HTML>
</HTML> : HTML Code শেষ করার জন্য এই tag
<TITLE > : Web Browse এ Title Bar এ Title দেওয়ার জন্য এই tag
<TITLE> …………..</TITLE>
<HEAD > : Document এর Heading শুরু করার জন্য এই Tag ব্যবহার করা হয়
<HEAD> ………………….</HEAD>
<Body> : এই Tag এর সহজে কোনো Document এ Body তে text লেখার জন্য
<BODY> ………….</BODY>
<Bold> : কোনো লেখা কে Bold করার জন্য।
<B> ……………..</B>
< I > : লেখা কে বাঁকানোর ( Italic ) করার জন্য এই Tag ব্যবহার করা হয়।
<I> ……………………</I>
< U > : কোনো লেখার নিচে দাগ দেওয়ার জন্য এই tag ব্যবহার করা হয়।
<U> ……………………</U>
<P > : Documents এর লেখা গুলি কে Paragraph এ সাজানোর জন্য।
< H1> : Heading করার জন্য এই Tag ব্যবহার করা হয়।
< BR > : Line Break করার জন্য ব্যবহার করা হয়।
<OL> : Order List অর্থাৎ ক্রম সংখ্যা অনুসারে লেখার জন্য। যেমন - 1 , 2 , 3 , 4 অথবা i , ii , iii , iv , v অথবা a , b , c , d , etc
<OL> …………….</OL>
<UL> : UnOrder List অর্থাৎ Bullet , Circle যুক্ত সংখ্যা অনুসারে লেখার জন্য। যেমন - 0 * etc
<Li > : বিভিন্ন ধরণের তালিকা বা List তৈরি করার জন্য এই tag .
< A HREF = “ url “ > : Hyperlink করার জন্য এই tag ব্যবহার করা হয়।
</ A> : Hyperlink শেষ করার জন্য এই tag ব্যবহার করা হয়।
< IMG SRC = “ url “ Page এর মধ্যে Image বা ছবি দেওয়ার জন্য এই tag ব্যবহার করা হয়।
< HR > : Horizontal Line
< Font> : Font দেওয়ার জন্য এই tag ব্যবহার করা হয়।
< Table > : Table তৈরি জন্য এই tag ব্যবহার করা হয়।
<TABLE> …………</TABLE>
পরে আরো অনেক গুলো Tag দেওয়া হবে