কম্পিউটার সংক্রান্ত সংজ্ঞা । What is Computer । What is Motherboard । What is Processor । What is Android

 কম্পিউটার সংক্রান্ত সংজ্ঞা ( Computer Related Definitions )



1 ) কম্পিউটারের সংজ্ঞা :


যে বৈদ্যুতিন যন্ত্রটি ব্যবহারকারীর দেওয়া তথ্য বা নির্দেশ গ্রহণ করে সেগুলি প্রয়োজনীয় গাণিতিক এবং লজিকাল কাজের দ্বারা দ্রুত processing করে ব্যবহারের উপযোগী Result বা ফলাফল প্রদান করে memory তে  জমা করে রাখে তাকে কম্পিউটার বলে।  


2) Motherboard কি ?


Motherboard হলো কম্পিউটার ইলেকট্রনিক  System এর মূল Circuit . অর্থাৎ কম্পিউটার এর  প্রধান বোর্ড হচ্ছে এই Motherboard তাই Motherboard কে  Main Board বলা হয়।  Motherboard এর মাধ্যমে  কম্পিউটারের বিভিন্ন  যন্ত্রগুলিকে একে ওপরের সাথে যুক্ত করে। 



3) WWW বা WORLD WIDE WEB কি ?


WWW বা WORLD WIDE WEB হলো সারা বিশ্বের তথ্য ভান্ডার।  প্রকতপক্ষে এটি হলো HTML বা HYPER TEXT MARKUP LANGUAGE এর লেখা পরস্পর সংযুক্ত একাধিক সার্ভার।  এক কোথায় WWW হলো HYPERTEXT সম্মৃদ্ধ WEB PAGE এর বিশাল ভান্ডার।



4. Memory বা স্মৃতি 


Memory বা স্মৃতি হলো কম্পিউটারের একটিগুরুত্বপূর্ণ অংশ।  এখানে বিভিন্ন ধরণের ডেটা এবং তথ্য বাইনারি সংখ্যাই জমা করা হয় এবং আনা  হয়।  চৌম্বক পদার্থ দিয়ে তৈরি এই স্মৃতি কতকগুলি কোশের সমষ্টি। 


Memory বা স্মৃতি কাকে বলে 


কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ী ডেটা বা তথ্য সঞ্চয় করে রাখে , তাকে Memory বা স্মৃতি বলে। 


উদাহরণ : 


RAM , HARD DISK , CD , DVD ইত্যাদি 

 



5. Google কি ?


Google হচ্ছে একটি জনপ্রিয় Internet Search  Engine এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান।  Google ইন্টারনেট সার্চ ইঞ্জিন ছাড়াও বিভিন্ন ধরণের ইন্টারনেট সংক্রান্ত সেবা প্রদান করে।  যেমন- email , youtube  , গুগলক্রোম ব্রাউসার , ব্লগ , ম্যাপিং , ট্রান্সলেটর , Google Meet , Google Duo , Google drive , Gpay , etc .

                  এটি হচ্ছে American Multinational Technology Company .  Google এর পুরো নাম হচ্ছে Global Organization of Oriented Group Language of Earth



6. ISP ( Internet Service Provider ) কি  ?


Internet পরিষেবা অর্থাৎ Internet Service প্রদানকারী সংস্থাগুলি কে ISP বা Internet Service Provider বলে বা. সারা বিশ্বে ইন্টারনেট এর সঙ্গে ISP -র সার্ভার কম্পিউটার গুলি সব সময় যুক্ত থাকে।  ব্যবহারকারীর অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার টি কে ISP -র সঙ্গে Connect  করলেই ইন্টারনেট পরিষেবা পেয়ে যাই। 



7. Android কি ? 

Android হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Mobile অপারেটিং System . Android শব্দটির নামকরণ করা হয়েছে একটি ROBOT  এর নাম অনুসারে। এটি একটি Open Source Mobile Operating System যেটি Modified Linux Kernel  এরউপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বর্তমানে Google  এই Operating System কে উন্নয়ন করেছে।  Android বর্তমানে  বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহিত Smart Phone  Operating System . 


    

8. Web Browser বা Internet Browser কি ?



 WWW বা World Wide Web থেকে Web Page গুলিকে পড়ে তথ্য সংগ্রহ ও Internet এর সমস্থ কাজ গুলি পরিচালনার জন্য যে বিশেষ Software ব্যবহার করা হয় তাকে Web Browser বা Internet  Browser বলে।  


9. Dos Command কি ?


উত্তর-  একটি নির্দিষ্ট কাজ করতে গেলে কম্পিউটারে  সমস্ত নির্দেশ দেওয়া হয় তাদের Command বলে।  


10. Network Topology ( নেটওয়ার্ক টোপোলজি ) কি ?


উত্তর- নেটওয়ার্ক এর মধ্যে থাকা কম্পিউটার গুলি একটি সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাস অনুসারে পরস্পর সংযুক্ত থাকে।  এই জ্যামিতিক বিন্যাস কে Network Topology বা নেটওয়ার্ক টোপোলজি  বলে .


11. কর্নেল ( Kernel ) কি ? 


উত্তর- কর্নেল হলো অপারেটিং সিস্টেম  এর HEART বা হৃদয়।  Operating  System  এর  যে অংশটি কতকগুলো প্রোগ্র্যাম সমূহের  সমষ্টি যা প্রাইমারি মেমরি তে  সঞ্চিত হয় এবং Switch বন্ধ  না করা পর্যন্ত চলে তাকে কর্নেল বলে 


12. সেল (Shell ) কি ?


যে Utility প্রোগ্র্যাম ইউসার এবং কর্নেল এর মধ্যে Interface বা তল  হিসাবে  কাজ করে এবং কম্যান্ড Interpreter তাকে Shell বলে।  





Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ