ROM এবং RAM এর পার্থক্য কী ?

ROM এবং RAM এর পার্থক্য কী



ROM 

RAM 

১) ROM এর পুরো নাম হলো Read Only

Memory 

১) RAM এর পুরো নাম হলো Random Access

Memory 

২) ROM এ ডেটা গুলি পড়া যায় কিন্তু এখানে লেখা যাই না। 

২) এখানে পড়া যায় এবং লেখাও যায়। 

৩) ROM হচ্ছে অনুযায়ী ( Non Volatile )

৩) RAM হচ্ছে Volatile 

৪) ROM এ সঞ্চিত ডাটা চিরস্থায়ী। 

৪) RAM এ সঞ্চিত ডাটা মুছা যায় 

৫) Micro Programme , System Programme 

etc . জমা করা হয়। 

বিভিন্ন ধরণের Programme , Application 

Programme ব্যবহারের জন্য জমা করা হয়। 

৬) ROM এর উদাহরণ হলো - PROM ,

EPROM , EEPROM 

RAM এর উদাহরণ হলো SRAM , DRAM 






Previous
Next Post »

জনপ্রিয় পোস্টসমূহ