চাকরির পরীক্ষার জন্য কম্পিউটারের কিছু প্রশ্ন ও উত্তর । Computer Questions and Answer for Jobs । Questions for Jobs । Computer Questions and Answer for Govt. Jobs ।
Part-1
1) Operating System কি ?
Ans- অপারেটিং সিস্টেম ( Operating System) হল একটি সিস্টেম সফটওয়্যার যা Computer এর হার্ডওয়্যার , সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে এবং কম্পিউটারের কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে।
তা ছাড়া ব্যবহারকারী একটি পরিবেশ প্রদান করে যেখানে সে কার্য সম্পাদন করে।
কম্পিউটার কে ব্যবহারের উপযোগী করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলে।
2) Memory কয় প্রকার ও কি কি?
Ans - Memory দুই প্রকার
a ) Primary memory
b ) secondary memory
3) 5টি Browser নাম লেখো
Ans- Internet explorer , google chrome , mozilla firefox , safari, uc browser
4) Internet কি ?
Internet হলো Network এর Network . অর্থাৎ ছোট ছোট অনেক গুলি Network একসঙ্গে মিলিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ইন্টারনেট বলে। Internet এর পুরো নাম হলো Inter-connected network যা আমরা ইন্টারনেট বলে থাকি।
5 ) What is Google ?
Ans - Google হচ্ছে একটি জনপ্রিয় Internet Search Engine এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। Google ইন্টারনেট সার্চ ইঞ্জিন ছাড়াও বিভিন্ন ধরণের ইন্টারনেট সংক্রান্ত সেবা প্রদান করে। যেমন- email , youtube , গুগলক্রোম
ব্রাউসার
, ব্লগ , ম্যাপিং , ট্রান্সলেটর , Google Meet , Google Duo , Google drive , Gpay ,
etc .
এটি হচ্ছে American Multinational Technology Company . Google
এর পুরো নাম হচ্ছে Global Organization of Oriented Group Language of Earth
6) Protocol কি ?
উত্তর- Protocol হলো একটি কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের সংযোগ
সাধনের ক্ষেত্রে প্রযোজ্য কিছু কিছু নিয়মের সমষ্টি।
7 ) ISP কি ?
যে সংস্থা গুলি আমাদিগকে ইন্টারনেট পরিসেবা দেয় তাকে ISP বা Internet
Service Provider বলে।
8) পৃথিবীরের বৃহত্তম নেটওয়ার্ক কোনটি ?
Ans - ইন্টারনেট
9) বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কোন দিন টি তে পালন করা হয় ?
Ans - 22 December
10 ) Work Book ( ওয়ার্ক বুক ) কি ?
উত্তর -Microsoft Excel Document কে Work Book বলে। ওয়ার্ক বুক এ একাধিক Work Sheet থাকে। সাধারণ অবস্থায় এক্সেল ওয়ার্ক বুক এ তিন টি ওয়ার্কশিট থাকে। প্রয়োজনে সংখ্যা বেশি কম করা যাই .
11) Work Sheet কি ?
উত্তর - Work Sheet হলো Work Book এর একটি Sheet . সাধারণত তিন টি Sheet থাকে Sheet 1 , Sheet 2 , Sheet 3 . প্রয়োজনে তা বাড়ানো যাই। একটি Work Sheet এ 256 টি Colunm থাকে 65536 টি Rows থাকে।
12 ) Web Browser বা Internet Browser কি ?
Ans- WWW বা World Wide Web থেকে Web Page গুলিকে পড়ে তথ্য সংগ্রহ ও Internet এর সমস্থ কাজ গুলি পরিচালনার জন্য যে বিশেষ Software ব্যবহার করা হয় তাকে Web Browser বা Internet Browser বলে।
13) WWW বা WORLD WIDE WEB কি ?
WWW বা WORLD WIDE WEB হলো সারা বিশ্বের তথ্য ভান্ডার। প্রকতপক্ষে
এটি হলো HTML বা HYPER TEXT MARKUP LANGUAGE এর লেখা পরস্পর
সংযুক্ত একাধিক সার্ভার। এক কোথায় WWW হলো HYPERTEXT সম্মৃদ্ধ WEB PAGE এর বিশাল ভান্ডার।
1989 সালে জনপ্রিয় পদার্থবিদ Tim Berners -Lee এটি আবিষ্কারের করেন।
WWW প্রধান ভিত্তি হলো Hypertext এবং Hyperlink . Hypertext দ্বারা HTML Code ব্যবহার করে Web Page লেখা হয় এবং Hyperlink এর দ্বারা Web Page গুলির মধ্যে সংযোগ বা Link স্থাপন করে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়া যায়।
14 ) Mobile এ ব্যবহৃত হয় এমন একটি Operating System এর নাম লেখো ?
Ans - Android
15) Google Chrome কি ?
Ans - Google Chrome হচ্ছে একটি Browser
16 ) পৃথিবীর সবচেয়ে বড়ো Video Sharing Platform কোন টি ?
Ans - Youtube
17) Modem এর পুরো নাম কি ?
Ans - Modulate Demodulate
18) Online Class করার জন্য ২ টি Apps এর নাম লেখো ?
Ans - Google Meet , Zoom
19) ট্রেন Reservation Ticket করার একটি Apps এর নাম লেখো ?
Ans - IRCTC
20) Mobile থেকে কম্পিউটার এ Internet কানেকশন কি কি ভাবে করা যায় ?
Ans -USB Cable দিয়ে , Hotspot দ্বারা
21) NISG কি ?
Ans - National Institution of Smart Governance
22 ) GPS was Developed By ?
Ans- US Army
23) CPU , RAM , ROM , 5G , GUI , CUI , WWW , E-MAIL , আরো অনেক
কিছুর FULL FORM ?
Ans - CENTRAL PROCESSING UNIT
RAM- RANDOM ACCESS MEMORY
ROM - READ ONLY MEMORY
5G - 5TH GENERATION
GUI - GRAPHICAL USER INTERFACE
CUI - CHARACTER USER INTERFACE
WWW - WORLD WIDE WEB
E-MAIL - ELECTRONIC MAIL