বায়োস (BIOS) কি ও এর কাজ কি ?।বায়োস (BIOS) কি এবং এর কাজ কি ? | Features of BIOS || বায়োস (BIOS) কি ? এর বৈশিষ্ট্য এবং কার্যাবলী কি কি ?

 বায়োস (BIOS) কি ও এর কাজ কি ?




১) BIOS কম্পিউটার এর সক্রিয় মেমরি  পুরোপুরিভাবে পরীক্ষা করে। 


২) এটি বিভিন্ন ধরণের ইনপুট যন্ত্রগুলি কে পরীক্ষা  করে। 


৩) এটি বিভিন্ন ধরণের PORT কে চিহ্নিত করে 


৪) এটি বুটিং পক্রিয়া কে শুরু  সহজ করে। 


৫) এটি কম্পিউটাররের বিভিন্ন ধরণের যন্ত্র গুলি কে চিহ্নিত করে। যেমন হার্ডডিস্ক , CD - ROM , USB  driver ইত্যাদি কে চিহ্নিত করে। 


৬ ) এটি CMOS -এর চেকসাম ও ব্যাটারী অবস্থান চিহ্নিত করে। 


৭ ) এটি কম্পিউটারের ভাইরাস কে শনাক্তকরণ করে। 



জনপ্রিয় পোস্টসমূহ